বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপস করবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করে। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলা হয়।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চনামুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষকে আজীবন পথ দেখাবে।
জাতীয় পার্টির কো চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে রাজনীতি করছে।
সভায় আরে উপস্থিত ছিলেন, দলের কো চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।