Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৃষকের পা ভেঙে দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজবাড়ীর কালুখালীতে পূর্ব শত্রæতার জের ধরে আ. ওহাব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া (দক্ষিনপাড়া) গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। এ ঘটনায় গত শনিবার রাতে আকাশ শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত কবির শেখের ছেলে।
হামলার শিকার কৃষক ওহাব মোল্লা বলেন, গত ৩০ নভেম্বর সকাল ৮টার সময় কালুখালী উপজেলার সোনাপুর বাসস্টান্ড এলাকা থেকে জোড়পূর্বক ধরে নিয়ে যায়। হাসপাতাল সড়কে নিয়ে লোহার কোড়াবাড়ী দিয়ে দুই পায়ে আঘাত করে মারাত্মক জখম ও পায়ের হাড় ভেঙে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। ধরে নিয়ে মারধর করার সময় হামলাকারী বলেন, তোর জন্য নির্বাচনে হেরেছি, তার প্রতিশোধ নিলাম।
এ ঘটনায় রাজবাড়ী আদালতে আহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে চরকুলটিয়া গ্রামের উজির মন্ডলের ছেলে কালাম মন্ডল (৬০), কাদের মন্ডল (৫৫), কাদের মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (২২), কালাম মন্ডলের ছেলে বিপুল মন্ডল (২৫), সাহাদত মন্ডলের ছেলে ছলেমান মন্ডল (৩৮)সহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি আকাশ শেখকে সনাক্ত করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামিদের দ্রæত গ্রেফতারের চেষ্টা অব্যাহত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ