Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হচ্ছে অনন্ত-বর্ষার নতুন সিনেমা কিল হিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন। আগামীকাল থেকে বগুড়ায় সিনেমাটির শুটিং শুরু হবে। এই প্রথম তিনি নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন মো. ইকবাল। সিনেমাটিতে বরাবরের মতো অনন্তর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বর্ষা। কয়েক মাস আগে সিনেমাটির মহরত হয়েছিল। এবার শুটিং শুরু হতে যাচ্ছে। প্রযোজক ও পরিচালক মো, ইকবাল বলেন, গত ৩ সেপ্টেম্বর ‘কিল হিম’-এর মহরত হয়েছিল। এরপর এর প্রি-প্রোডাকশনের কাজ করেছি। সব প্রস্তুতি শেষে এখন শুটিংংয়ে যাচ্ছি। ১৩ ডিসেম্বর থেকে বগুড়ায় শুটিং শুরু করব। ৫ জানুয়ারি পর্যন্ত একটানা শুটিং করবো। এ সিনেমায় অনন্তকে ভিন্ন রূপে দেখা যাবে। দর্শক এক ভিন্ন অ্যাকশন হিরো হিসেবে অনন্তকে দেখতে পাবেন। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ