Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আরব আমিরাতে বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল আর্ট সেন্টারে আসন্ন ১২ থেকে ২১ ডিসেম্বর ফুনুন আর্টস ও মাহফুজ ক্যানভাসের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ৮০ জন শিল্পীর ৮০ টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। এতে অংশ নিচ্ছেন ৫৭ জন স্ব-শিক্ষিত বাংলাদেশী শিল্পী এবং ২৩ টি ভিন্ন জাতীয়তার চিত্রশিল্পী। যারা তাদের চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন, শিল্পের নির্দিষ্ট কোনো সীমা নেই এবং শিল্পীরা যেকোনো আয়োজনের উদযাপনের অংশ হতে বরাবরই এগিয়ে থাকেন। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশী কনস্যুলেট জেনারেল বি.এম. জামাল হোসেন এবং আমিরাতের ব্যবসায়ী ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সুহেল মোহাম্মদ আল জারুনি এই মেগা আর্ট ইভেন্টের উদ্বোধন করবেন। প্রদর্শনীর আয়োজক মাহফুজ ক্যানভাসের প্রতিষ্ঠাতা মাহফুজর রহমান বলেন, এখন পর্যন্ত স্ব-শিক্ষিত বাংলাদেশী শিল্পীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী এটি। এ ধরনের আয়োজন করা গর্বের বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ