Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কার্ডি বিকে প্রশ্ন : চালাতে না জানলে ল্যাম্বোর্গিনি-মায়বাখের মত গাড়ি সংগ্রহ করার যৌক্তিকতা কী?

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম


মার্কিন র‌্যাপ গায়িকা কার্ডি বির খ্যাতি একদিকে যেমন ‘বোডাক ইয়েলো’, ‘ওয়াপ’ এবং ‘আপ’-এর মত চার্ট বাস্টার গান গেয়ে তেমনি তার পরিচিতি বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্য। তার সংগ্রহে আছে ল্যাম্বোর্গিনি ইউরাস, শেভি সাবার্বান, ল্যাম্বোর্গিনি অ্যাভেন্টাডর এবং আরও কয়েকটি। তবে মজার ব্যাপার হচ্ছে আইনত তিনি এই গাড়িগুলো চালাতে পারবেন না কারণ তার লাইসেন্স নেই। একবার ‘কারপুল কারাওকে’ অনুষ্ঠানে সঞ্চালক জেমস কর্ডেনকে তিনি তার ড্রাইভিং লাইসেন্স না থাকা নিয়ে এক অদ্ভুত মন্তব্য করেন। কর্ডেন তাকে জিজ্ঞাসা করে চালাতে না পারলে এসব দামী গাড়ি কেনার যৌক্তিকতা কী। কার্ডি বি জবাব দেন, এগুলোকে পেছনে রেখে ছবি তোলার জন্য। শোরুমে গিয়ে তুললেই তো হত। কার্ডি বলেন, ‘তাহলে তো প্রতারণা হয়ে যেত।’ তার মানে তার গানের কথায় যে গাড়ির উল্লেখ থাকে তা যে সত্য তা প্রমাণ করার জন্যই গাড়িগুলো কিনে ফেলার সিদ্ধান্ত তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ