Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যসেবায় কুমিল্লাকে এগিয়ে নিতে হবে : এমপি বাহার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ৭:০৪ পিএম

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, স্বাস্থসেবায় কুমিল্লাকে এগিয়ে নিতে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে সম্বলিতভাবে কাজ করতে হবে । করোনার শুরুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছিল আমাদের চিকিৎসকরা। আমরা সবাই মিলে সেই সংকট অতিক্রম করেছি। ঢাকার পর জেলা শহর কুমিল্লায় আমরা প্রথম পিসিআর ল্যাব স্থাপন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর মাত্র তিনদিনের মাথায় কুমিল্লায় ল্যাব প্রতিষ্ঠা হয়েছিল৷ আমাদের চিকিৎসকরা সেই সংকটে সর্ব্বোচ্চ সেবা দিয়েছে।

রোববার বেলা ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন, বিএমএ ও স্বাচিব এর সভাপতি ডা: বাকি আনিছ, স্বাচিব এর সাধারণ সম্পাদক ডা:মোর্শেদুল আলম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবীবুর আল আমিন সাদী, জেনারেল হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসকগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ