বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন বাংলাদেশ কখনো পাকিস্তান শ্রীলঙ্কা হবে না, দুর্ভিক্ষ দেউলিয়া হবেনা,কারণ বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি গোডাউনে ১৫ লক্ষ মেট্রিক টন চাল আছে,৫ লক্ষ মেট্রিক টন চাউল এখন আসছে রাশিয়া থেকে গম এসেছে ২ লক্ষ ৮ হাজার মেট্রিক টন, ইউক্রেন থেকে এসেছে ১ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন, বাংলাদেশে পর্যাপ্ত খাদ্য আছে। ১১ ডিসেম্বর রবিবার বেলা ১২ টায়
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বিএনপির সমালোচনা করে বলেন বিএনপি সন্ত্রাসী জঙ্গীবাদি খুনিদের দল, আপনারা দেখেছেন ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে ৭ ই ডিসেম্বর পার্টি অফিসে বিএনপি পুলিশের উপর হামলা করেছে, পুলিশকে দুর্বল করার জন্য, এটা কার নির্দেশ তারেক জিয়া যিনি লন্ডনে বসে আছেন, যিনি মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন,যিনি ২১ আগষ্ঠ গ্রেনেট হামলার সাথে জরিত,৭১ এর খুনি ও ৭৫ এর খুনিদের নিয়ে বৈঠক করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, যে দশ ট্রাক অস্ত্র মামলার সাথে জরিত মানি লন্ডারিং করে লন্ডনে বসে আইএস এর সাথে বৈঠক করে দেশকে অস্থিতিশীল পরিস্হিতির সৃষ্টি করতে চায়, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই অপপ্রচারের জবাব দিতে হবে। এটা তাদের ষড়যন্ত্র অপপ্রচার মিথ্যাচার,বাংলাদেশ কখনো পাকিস্তান শ্রীলংকা হবেনা, দুর্ভিক্ষ দেউলিয়া হবেনা,কারণ বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে জননেত্রী শেখ হাসিনা, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে,গত কালকের বক্তৃতায় প্রমান হলো যে বিএনপি জঙ্গীদের দল জঙ্গীদের সমর্থন করে। বিএনপি সন্ত্রাসের দল জঙ্গীবাদের দল বিএনপি খুনিদের দল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খানঁ, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ মোঃ টুটুল, সাবেক মেয়র ইলিয়াস শেখ, খুলনা মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খানঁ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, বন ও পরিবেশষ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সহ প্রচার সম্পাদক শেখ মোঃ টুটুল, ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহামুদ কালু, রাফেজা বেগম, মিজানুর রহমান হাওলাদার মানিক, ভীম চন্দ্র বাগচী, শ্যামল কান্তি বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগন ও ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা লীগ ও শ্রমিকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার মাঝে ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।