Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসসির ২২৫.৮১ কোটি টাকা মুনাফা অর্জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পিএম

গেল অর্থ বছরে ২২৫.৮১ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি। রোববার পতেঙ্গা বোট ক্লাবে ৪৫তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিএসসির শেয়ারহোল্ডারদের ৪৫তম (২০২১-২২ অর্থ বছরের) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মোঃ মোস্তফা কামাল, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রফেসর এম. শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক, বিএসসি পরিচালনা পর্ষদ, ড. মোঃ আবদুর রহমান, স্বতন্ত্র পরিচালক, বিএসসি পরিচালনা পর্ষদ, কমডোর এস এম মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, বিএসসি, ড. পীযূষ দত্ত, নির্বাহী পরিচালক (বাণিজ্য), বিএসসি এবং মোহাম্মদ ইউসুফ, নির্বাহী পরিচালক (প্রযুক্তি), বিএসসি উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মহাপ্রয়ানের পর বিএসসি একটি মৃতপ্রায় প্রতিষ্ঠানের রুপ লাভ করেছিল। কিন্তু, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ২৭ বছর পর বিএসসির বহরে নতুন ৬টি জাহাজ যুক্ত হয়েছে এবং আরো নতুন জাহাজ সংগ্রহের জন্য চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে কার্যক্রম চলমান রয়েছে। ফলে বিএসসি আবার তার হারানো গৌরব ফিরে পাওয়ার পথে। এছাড়া, প্রতিমন্ত্রী বর্তমান সরকারের রুপকল্প-২০২১ ও রুপকল্প-২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। সর্বপরি, তিনি প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক-নির্দেশনায় গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করে করেন। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান ২০২১-২২ অর্থ বছরে বিএসসির কার্যক্রম এবং একই অর্থ বছরের নিরীক্ষিত বার্ষিক হিসাব সভায় উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন যে, বিএসসি ২০২১-২২ অর্থ বছরে ২২৫.৮১ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে। সরকারের আন্তরিক সহযোগিতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে এবং বিএসসির প্রতি বর্তমান সরকারের সুদৃষ্টির কারণে ভবিষ্যতে জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় এ সংস্থা আরো অধিক মুনাফা অর্জনে সক্ষম হবে। সভায় বিএসসির সচিব মোঃ লাল হোসেন সভাপতির অনুমতিক্রমে বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি অনুযায়ী কার্যক্রম উপস্থাপন করেন। পরিশেষে প্রতিমন্ত্রী বিএসসির শেয়ারহোল্ডারদেরকে বিএসসি’র উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানান এবং যে কোন ইতিবাচক পরামর্শ প্রদানের আহবান করেন। এছাড়া বিএসসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং এর কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি/ প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। বিএসসি’র অব্যাহত অগ্রযাত্রা এবং জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা কামনা করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ