Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বর জুড়ে শিরোনামহীনের কনসার্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’ পুরো ডিসেম্বর জুড়ে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক কনসার্ট করে যাবে। ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জানান, ইতোমধ্যেই বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও সবশেষ গত বৃহ¯পতিবার কবি নজরুল অডিটোরিয়াম, সিলেটে কনসার্টে অংশ নিয়েছি আমরা। ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরাতে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ, ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ১৮ ডিসেম্বর ঢাকার স্কলাস্টিকা স্কুল, ২০ ডিসেম্বর চট্টগ্রামের আনোয়ারায় বিজয় কনসার্ট, ২৩ ডিসেম্বর দিনাজপুর সদরের আদর্শ মহাবিদ্যালয়, ২৪ ডিসেম্বর বগুড়ার সান্তাহার, ২৫ ডিসেম্বর নড়াইল স্টেডিয়াম, ৩০ ডিসেম্বর নেত্রকোনা স্টেডিয়াম এবং ৩১ ডিসেম্বর কক্সবাজারের সি পার্ল বিচে কনসার্ট করব। ডিসেম্বর জুড়ে ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের বছরটি শেষ হবে। শিরোনামহীনের বর্তমান লাইনআপ: জিয়াউর রহমান জিয়া (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস), শেখ ইশতিয়াক (ভয়েস), সাইমন চৌধুরী (কী-বোর্ড) ও দিপু সিনহা (গিটার)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ