Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআরপির শীর্ষে ‘জগদ্ধাত্রী’, চমক ‘নিম ফুলের মধু’র

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

এসে গিয়েছে চলতি সপ্তাহের ফলাফল। গত কয়েক সপ্তাহের মতো এবারেও টপে ‘জগদ্ধাত্রী’। বোঝাই যাচ্ছে, নিজের জায়গা বেশ ভালো পাকা করে নিয়েছে। জি বাংলাকে টপে রাখতে একাই একশ’। তবে এবার অবাক করা ফল খেলনা বাড়ি ধারাবাহিকের। ইন্দ্র-মিতুল কাছাকাছি আসতেই চড়চড়িয়ে বাড়ল টিআরপি। তিনে ‘অনুরাগের ছোঁয়া’, সামনেই কথা আছে সূর্যর বিয়ের। সুতরাং, আগামী কয়েক সপ্তাহও এই ধারাবাহিকের টিআরপি অন্তত কমবে না। ধুলোকণাও কিন্তু ভালো ফল করেছে। হয়তো এই প্রথম এত ভালো টিআরপি দেওয়া ধারাবাহিক বন্ধ হয়ে যাবে হঠাৎই। ৭.০ নম্বর পেয়ে গাঁটছড়া আটে। ফের কমল নম্বর। এবার হয়তো খড়ি-ধদ্ধিদেরও বাইবাই বলার পালা। আট নম্বরে গাঁটছড়াকে সঙ্গ দিয়েছে মিঠাই-ও। এবারেও কিন্তু স্লট লিড করেছে, নম্বরও বেড়েছে (গত সপ্তাহে ছিল ৬.৬, এবার ৭.০)। দেখা যাচ্ছে বিকেল ৬টার সময়টা শাপে বর হয়েছে। আর কপাল পুড়েছে নবাব নন্দিনীর। ওপেনিং উইকেই স্লট লিড করতে না পারলেও সোহাগ জল পেয়েছে ৬.০, এক্কা দোক্কাও তাই। নতুন শুরু হওয়া ধারাবাহিক হিসেবে পল্লবীর নিম ফুলের মধুও কিন্তু মানুষ পছন্দ করছে। এই সপ্তাহে ধারাবাহিকটি রয়েছে পাঁচ নম্বরে।

এক নজরে সেরা দশ ঃ
০১. জগদ্ধাত্রী (৮.৮), ০২. খেলনা বাড়ি (৮.২), ০৩. অনুরাগের ছোঁয়া (৭.৬), ০৪. গৌরী এলো (৭.৫), ০৫. নিম ফুলের মধু (৭.৩), ০৬. ধুলোকণা (৭.২), ০৭. আলতা ফড়িং (৭.১), ০৮. গাঁটছড়া/ মিঠাই (৭.০), ০৯. মাধবীলতা (৬.৬), ১০. সাহেবের চিঠি (৬.৪)।
ডিসেম্বরে আরও একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা। যার মধ্যে রয়েছে শ্রুতি দাসের ‘রাঙা বউ’, স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হাওয়া’, নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’। চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে সুস্মিতা দে’র ‘পঞ্চমী’ও। দেখার নতুনদের মধ্যে কারা কারা উঠে আসতে পারে টপে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ