বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মী নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুক্রবার দিবাগত ১২টার দিকে পৌরসভার রওশনআরা মহিলা কলেজ এলাকায় নাশকতার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয় বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন।
গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হচ্ছেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, খাউলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম হাং, সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মো. সুমন খান, আব্দুর রব, মো. আবুল বাসার। এছাড়াও গ্রেফতার হওয়া আরিফুল ইসলাম অনিক, মো. বাদল শরিফ, মো. ইমদাদুল ইসলাম হাং, মো. মিন্টু হাওলাদার ও এস এম ফেরদৌস এর দলীয় পরিচয় জানা যায়নি।শনিবার বেলা ১টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের বাগেরহাট কোর্টে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।