Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানের কী দোষ?

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামের এক কৃষকের ৩ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাঠে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত রেজাউল ইসলাম।
কৃষক রেজাউল ইসলাম বলেন, ‘শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধানগুলো কী দোষ করল? জমিতে রাখা ধানগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধানের গাদায় আগুন দেয়া রেওয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। প্রতি বছরই ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আসলেই দুঃখজনক। মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মিরপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ