প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলমান কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসিদের শ্বাসরুদ্ধকর জয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ থেকে বিনোদন দুনিয়ার তারকারাও। জয় পেয়েই জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মন্দবাক্যর দাঁত ভাঙা জবাব দিয়ে আর্জেন্টিনায় আসার আহ্বান জানিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সেই সঙ্গে সবাইকে তিনি সতর্ক করেছেন অন্যকে আঘাত করে কথা না বলার জন্য।
আসিফ আকবর ও সকল ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্য করে সিদ্দিক বলেন, সম্প্রতি আসিফ ভাই একটি স্ট্যাটাস ও সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে আমাদের আর্জেন্টিনাকে ছোট করে কথা বলেছেন তিনি। তাকে বলতে চাই, ভাই দিনশেষে আমরা কিন্তু আমরাই। আমরা ভিন্ন ভিন্ন সমর্থক হতে পারি। তবে সবচেয়ে বড় কথা আমরা সবাই একে অন্যের ভাই। আমরা এমন কোনো কিছু করব না যাতে অন্য সমর্থকরা কষ্ট পায়।
আসিফের বক্তব্য শুনে অনেক কষ্ট পেয়েছেন জানিয়ে এই অভিনেতা বলেন, তার মতো গুণী শিল্পী কেন এ ধরনের শব্দ ব্যবহার করবে। ভাই কখনোই অহংকার করবেন না। অহংকারের প্রমাণ কিন্তু রাতেই পেয়েছেন। আসিফ ভাই আপনাকে বলতে চাই—আপনি আর্জেন্টিনার হয়ে আমাদের সঙ্গে আসুন। আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে। আর সেই খেলাতে আপনিও মেতে উঠবেন আমরা চাই। আপনাকে আর্জেন্টিনায় স্বাগতম জানাই।
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত হয়ে সিদ্দিক বলেন, অনেক কষ্টের পর কাঙ্খিত বিজয় এসেছে। যা মোটেও সহজ ছিল না। সবচেয়ে বড় কথা ইতিহাসের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা। কষ্টের পর আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তবে আনন্দের মধ্যে ব্রাজিলের জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ, সারা পৃথিবীর মানুষ আমরা বেশি পছন্দ করি আর্জেন্টিনা ও ব্রাজিল। ব্রাজিলের পরাজয়ে বিশ্বকাপের সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়েছে। ব্রাজিল-আর্জেন্টিনা থাকা মানেই মাঠ গরম। আর সেই মাঠের খেলা সবাই উপভোগ করতে চায়।
তিনি আরো বলেন, আমাদের ভিন্ন ভিন্ন সমর্থক থাকতেই পারে। মতের অমিল হতেই পারে তাই বলে আমরা এমন কিছু করব না যাতে আমার কথায় আমার আরেক ভাই মনে কষ্ট পায়। এই বিষয়টি সবাই মাথায় রাখব। কয়েক দিন বাদেই বিশ্বকাপ খেলা শেষ হয়ে যাবে। তার পর কিন্তু আমাদের নিয়মিত দেখা হবে। তাই অযথা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি কেন করব? এমন কোনো কথা বা কাজ করবেন না যাতে আপনার পাশের মানুষটি কষ্ট পায়।
সর্বশেষে সিদ্দিক বলেন, দিন শেষে আমরা-আমরাই। আসুন সবাই মিলে বিশ্বকাপ দেখি এবং আনন্দ-উল্লাস করি। আমি আশাবাদী এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।
উল্লেখ্য, বাংলা গানের যুবরাজ আসিফ আকবর কট্টর ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের খুনসুটি হয় কি না এক প্রশ্নের জবাবে সম্প্রতি আসিফ আকবর মন্তব্যে করে বলেছিলেন, আমি আর্জেন্টিনার সঙ্গে তর্ক করি না। তাদেরকে আমার লেভেলের মনে করি না। তবে আসিফের মুখে আর্জেন্টিনাকে নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেননি আর্জেন্টিনা সমর্থকসহ অনেকেই। এমন কথার পর অনেকেই অন্তর্জালে প্রতিবাদ জানিয়ে আসিফকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।