Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুমিল্লা নামেই বিভাগ চান আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

সরকার অনেক আগেই ঘোষণা দিয়েছে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ করা হবে। সরকারের ব্যয় সংকোচ নীতির কারণে আপাতত নতুন দুই বিভাগ বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এদিকে সরকার ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে বিভাগ করার ঘোষণা দেয়ার পরে অনেকে দ্বিমত পোষণ করেন। অনেকে কুমিল্লা নামেই বিভাগের দাবী তুলেছেন। সঙ্গীতশিল্পী আসিফ আকবরও এই দাবীর সাথে একমত পোষণ করেছেন। তার ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামের দরকার নাই।’ উল্লেখ্য বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও ল²ীপুর এই ছয় জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ করার প্রস্তাব করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ