Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নদী রক্স কনসার্ট জাহাঙ্গীর নগরে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

দেশের নদী বাঁচাতে জনমত গড়ে তুলতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কনসার্ট। বসুন্ধরার আইসিসিবি হল-৪ এ অনুষ্ঠিত ‘নদী রক্স কনসার্ট’-শিরোনামের কনসার্টে অংশ নেয় দেশের বেশ কয়েকটি ব্যান্ড দল। এবার ‘নদী রক্স কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আগামী সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে অংশ নিবে দেশের ব্যান্ডদল চিরকুট, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস। দলগুলো নিজেদের গানের পাশাপাশি নদী নিয়ে তৈরি নতুন গান গেয়ে শোনাবেন। আয়োজনটি সহযোগিতায় রয়েছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসি, সুইডেন অ্যাম্বাসি, ইউএনডিপি বাংলাদেশ, জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সাজিদা ফাউন্ডেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ