প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্শাল আর্টের সবচেয়ে বড় তারকা ব্রæস লি। মার্শাল আর্টকে তিনিই সারা দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছিলেন। ১৯৭৩ সালের ২০ জুলাই মাত্র ৩২ বছর বয়সে মারা যান সর্বকালের অন্যতম প্রভাবশালী ও বিখ্যাত মার্শাল আর্ট শিল্পী এই অভিনেতা। জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়না টাউনে, ১৯৪০ সালের ২৭ নভেম্বর। মৃত্যুর পর এত বছর পেরিয়ে গেলেও ব্রæস লি নানাভাবে নানা প্রসঙ্গে উঠে আসেন। এবার তার বায়োপিকের ঘোষণা দিলেন অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দা গার্ডিয়ান। ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘লাইফ অফ পাই’-এর মতো চলচ্চিত্র দিয়ে বিশ্বকে নিজেকে চিনিয়েছেন অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি। খ্যাতিমান এ নির্মাতার অনেক দিনের স্বপ্ন ব্রæস লির বায়োপিক নির্মাণ। অবশেষে সত্যি হতে চলেছে তার স্বপ্ন। ছবিটি নিয়ে এক বিবৃতিতে অ্যাং লি বলেন, ‘এমন একজন অবিশ্বাস্য মানুষের গল্প বলতে যাচ্ছি, যিনি নিজের কঠোর পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন। তার মতো একজনের গল্প নিয়ে কাজ করা দারুণ ব্যাপার।’ ব্রæস লির বায়োপিকে প্রয়াত মার্শাল আর্ট তারকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ম্যাসন লিকে। যিনি আর কেউ নন, পরিচালক অ্যাং লির সন্তান। ৩২ বছর বয়সী এই অভিনেতা অবশ্য অনেক দিন ধরেই চলচ্চিত্র ও টিভিতে কাজ করছেন। ১৮ বছর হওয়ার আগেই ২০টির মতো ছবিতে অভিনয় করেন তিনি। মার্শাল আর্টেই ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন ব্রæস লি। যে কারণে রূপালি পর্দা থেকে দূরে চলে গিয়েছিলেন। কিন্তু প্রযোজক উইলিয়াম ডজিয়েরের চোখে পড়ে যান তিনি। ১৯৬৬ সালে এবিসি টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রিন হর্নেট’-এ তাকে দেখা যায় ‘কেটো’ চরিত্রে। পরের বছরই সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর বহু ছবিতে ও টেলিভিশনে বিভিন্ন সহকারী বা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ব্রæস লি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।