Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরে আমনে খুশি কৃষক

সৈয়দ শামীম সিরাজী, সিরাজগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

শীতল হাওয়ায় দোল খাচ্ছে মাঠের আমন ধান। সোনালি ধানের গন্ধে কৃষকদের মনে এখন বইছে আনন্দের বন্যা। ধান কাটতে হাতে কাস্তে নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

স্থানীয় কৃষিদপ্তর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০.৭১০ হেক্টর। (হাইব্রিড-১০০ হেক্টর, উফশি-৭৪৯০ হেক্টর, স্থানীয়-৩১২০ হেক্টর)। অর্জিত হয়েছে ১১১০০ হেক্টর। (হাইব্রিড -১০০ হেক্টর, উফশী-৮৫০০ হেক্টর, স্থানীয়-২৫০০ হেক্টর)।

উপজেলার গাছাবাড়ি গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ‘প্রায় ৪ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। লোডশেডিংয়ের কারণে জমিতে এবার পানি দিতে কিছুটা সমস্যা হয়েছিল। উপরওয়ালার অশেষ রহমতে সময়ের বৃষ্টি সময়মত হওয়ায় ধানের শীষ ফুটতে কোনো সমস্যা হয়নি। আমনের ফলন ভালো হয়েছে।’ মাথাইলচাপড় গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, এই বছর প্রায় সব কৃষকের মাঠেই আমনের বাম্পার ফলন হয়েছে। শিমুলদাইড়ের আমিরুল ইসলাম, চরবেতগাড়ীর ফজলুল হক নামের কৃষক বলেন, ‘রোগ বালাই তেমন না থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের বাজার ঠিক রাখতে সরকারের যথাযথ নজর দেয়া দরকার। কৃষিপণ্যের দাম বাড়ায়, উৎপাদনেও প্রভাব পড়েছে। উৎপাদিত ফসলের যথাযথ মূল্য না পেলে অনেক কৃষক অন্য ফসল চাষাবাদে ঝুঁকতে শুরু করবেন। বিশেষ করে ধানের বাজার দিন দিন যেভাবে কমতে শুরু করেছে তাতে চিন্তা বাড়ছে সঠিক দাম পাওয়া নিয়ে।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম বলেন, এ উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০.৭১০ হেক্টর। অর্জিত হয়েছে ১১১০০ হেক্টর। আশানুরূপ ধানও উৎপাদন হয়েছে। বেশকয়েক দিন আগেই কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। এখন পর্যন্ত ধান কাটা হয়েছে প্রায় ৭০ শতাংশ। আগামী দুই সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। কৃষকরা ধানের ভালো ফলন পাওয়ায় অনেক খুশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ