Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে আলফারাদী গার্লস মাদরাসা উদ্বোধন

রায়পুর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

ল²ীপুরের রায়পুরে আলফারাদী গার্লস মাদরাসার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব, আওলাদে রাসূল (সা.) সাইয়্যেদ মাওলানা মো. আনোয়ার হোসাইন তাহের জাবিরী প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার মাদরাসার উদ্বোধন ঘোষণা করেন। মাদরাসার সভাপতি ও বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা মো. আমানত উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মাওলানা মোছলেহ উদ্দিন ফারাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, হায়দরগঞ্জ তাহেরিয়া আর. এম. কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজীজ মজুমদার, সাবেক ৯নং ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী, অধ্যাপক মনির আহমদ, গাজী আব্দুল ওয়াদুদ ও প্রতিষ্ঠানের অনারারী প্রিন্সিপাল ড. এ কে এম ফজলুল হক প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলফারাদী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ