Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে খেলার মাঠ ও রাস্তা উদ্ধারের দাবি

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

খেলার মাঠ রক্ষা ও জনসাধারণের চলাচলের রাস্তা উদ্ধারের দাবিতে এলকাবাসী গতকাল শুক্রবার সকাল ১০টায় পার্বতীপুরের খোলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ধোপাকল বালাপাড়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ফিউচার স্টার ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ সরকার। সংবাদ সম্মেলনে বলেন, এলাকার শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখতে প্রায় ৬ লাখাধিক টাকায় পরিত্যক্ত রেলওয়ে জমি সংস্কার করে খেলার মাঠ তৈরি করে স্থানীয়রা। প্রতি বছরের ন্যায় এবারেও বিজয় দিবস উদযাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ফাঁকে একটি পরিবার খেলার মাঠ দখল, জনসাধারনের রাস্তার ওপর সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি দখলের পায়তারা করে আসছে। স্থানীয়দের পক্ষে একাধিকবার ঐ পরিবারকে রাস্তার সীমানা প্রাচীর অপসারণের জন্য বলা হলেও তা দু’বছরেও করেনি অভিযুক্ত পরিবারটি। অভিযুক্ত পরিবারটি এলাকাবাসীকে হয়রানিও করছে বলে অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বিষয়টি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহŸান জানান। এসময় সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন, ফিউচার স্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান, সদস্য নাজমুল হাসান, জমশেদ আলী ও আক্তারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ