বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরীর বাসন থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।
পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার, বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তাকে পুরস্কৃত করা হয়।
গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার
মোল্লা নজরুল ইসলামের পক্ষে তার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ দেলোয়ার হোসেন এ পুরস্কার প্রদান করেন।
গাজীপুর মহানগরী পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানায় মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে বাসন থানার এসআই সাখাওয়াত হোসেন অন্যতম।
বাসন থানার এসআই সাখাওয়াত হোসেন বিভিন্ন অভিযানে আসামি গ্রেফতার এবং উদ্ধারে বিশেষ ভূমিকা রেখেছেন। তার এই কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
এ পুরস্কার প্রাপ্তির বিষয়ে এস আই সাখাওয়াত হোসেন বলেন, মানুষের নিরাপত্তা দেয়াই পুলিশের কাজ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কাজের স্বীকৃতি স্বরূপ তার এই পুরস্কার। এই পুরস্কার প্রাপ্তি তার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।