Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি জনসভার নামে বিশৃঙ্খলা করার প্রতিবাদে কোটালীপাড়া আওয়ামীলীগের শান্তি মিছিল

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম

বিএনপি জনসভার নামে বিশৃঙ্খলা করার প্রতিবাদে শান্তি মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ। ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পরে তাৎক্ষণিক ভাবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খাঁনের নেতৃত্বে আওয়ামীলীগ অফিস থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু,পৌর যুবলীগ সভাপতি জামাল হোসেন শেখ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, সাবেক ভিপি কামরুল ইসলাম শাহ, সাবেক ভিপি কাইউম শেখ, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক গাজী খসরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, এ্যাডভোকেট, তাইজুল ইসলাম,

সাবেক ভিপি নাজমুল সরদার চপল, হায়দার আলী হাজরা,মাসুদ রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ