Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ফল পূর্ননিরীক্ষণের আবেদনকারীরসংখ্যা ২০ হাজার ১৮১ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৫:৩৫ পিএম

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় আশানুরুপ ফল না পেয়ে ফল প্রকাশের পর ৩২ হাজার ২৫১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ১৮১ জন। কেউ কেউ একাধিক খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
আশানুরূপ ফল না পেয়ে শিক্ষার্থীরা গত ৬ তারিখ পর্যন্ত এসব আবেদন করে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফল প্রকাশের পর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ে ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের ৩২ হাজার ২৫১টি খাতা চ্যালেঞ্জ করেছে।
এদের মধ্যে বাংলা প্রথম পত্রে দুই হাজার ২০৪ জন, বাংলা দ্বিতীয় পত্রে দুই হাজার ২০৪, ইংরেজি প্রথম পত্রে দুই হাজার ৬৭৬, ইংরেজি দ্বিতীয় পত্রে দুই হাজার ৬৭৬, গণিতে চার হাজার ৩৫৪, ভূগোল ও পরিবেশে পাঁচ হাজার ৪৯৫, উচ্চতর গণিতে এক হাজার ৪৩, কৃষি শিক্ষায় ৪৫৮, পদার্থ বিজ্ঞানে এক হাজার ৫৬৩, রসায়নে দুই হাজার ১২২, জীববিজ্ঞানে ৯২৬, পৌরনীতি ও নাগরিকতায় ১১৭, অর্থনীতিতে ২৯৪, ব্যবসার উদ্যোগে ৭৫, হিসাব বিজ্ঞানে ৫৪, গার্হস্থ্য বিজ্ঞানে ১৮, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২৫৮, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় পাঁচ হাজার ৬৭৪ জন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ধারণাপ্রসূত ফল না পেয়ে সাধারণত এটা করে। আমরা তাদের প্রত্যাশা মাথায় রেখে সঠিকভাবে খাতা পুনর্নিরীক্ষণ করব এবং দ্রুত ফল প্রকাশ করা হবে। যেন কলেজে ভর্তি হতে তাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। এর আগে গত ২৮ নভেম্বর প্রকাশিত হয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ অর্জন করে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মোট পাস করেছে এক লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এদের মধ্যে ছাত্র পাস করেছে ৮৫ দশমিক ৬২ শতাংশ আর ছাত্রী পাস করছেন ৮৬ দশমিক ১৭ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ