বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা জেলার সদর উপজেলায় শনি মন্দিরের তালা খুলে প্রতিমার গায়ে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা শহরের হোটেল আর রহমানের পাশে শনি মন্দিরে এ লুটের ঘটনা ঘটে।
মন্দির কমিটির সদস্য সঞ্চয় জানান, ভোরে একদল দুর্বৃত্ত মন্দিরের প্রবেশ পথের তালা খুলে ভেতরে প্রবেশ করে।
পরে তারা প্রতিমার (শনি দেব) গলায় থাকা থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এছাড়া তারা পূজা-অর্চনার সামগ্রী তছনছ করে।
তিনি জানান, এ ঘটনায় প্রায় তিন-চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দুর্বৃত্তরা প্রতিমার কোনো ক্ষতি করেনি।
মন্দির কমিটির পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানান, ডাকাতির সময় মন্দিরের নিচতলার অন্য রুমের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, মন্দির ডাকাতির ঘটনাটি রহস্যজনক। ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।