Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথে পথে বাধার অভিযোগ : যাত্রী সংকটে সিলেট ছাড়ছে না ঢাকাগামী বাস !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৩:৪০ পিএম

বৃহস্পতিবারের বিকেল থেকে দুরপাল্লার বাস কাউন্টারে ভিড় লেগে যায় যাত্রীদের। টিকিট দিতে ঘাম ছুটে যায় কর্মীদের। যাত্রীদের চাপ সামলাতে বাড়াতে হয় বাসের সংখ্যাও। অথচ আজ একেবারে বিপরীত চিত্র। যাত্রী একেবারেই নেই, টিকিটও বিক্রি হচ্ছে না তেমন।’ মুলত যাত্রী সংকটের মুলে ঢাকায় বিএনপির সমাবেশ। সমাবেশ ঘিরে উদ্বেগ আতংক ধরপাকড়ের ভয়। আজ শুক্রবার দুপরে কাউন্টারের অবস্থা জানাচ্ছিলেন সিলেটের হুমায়ুন রশীদ চত্বরের ইউনিক বাস সার্ভিস কাউন্টারের কর্মী কাশেম আহমদ। তিনি বলেন, গত বুধবার রাত থেকেই অর্ধেক কমে গেছে ঢাকাগামী যাত্রী সংখ্যা। এদিকে, ঢাকায় বিএনপি-পুলিশের সংঘর্ষ ্ও গ্রেফতার ঘটনায় সিলেট নগরীতেনিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সেই সাথে খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে যাত্রীবাহী তল্লাশীর। সহিংসতার আশংকায় আইনশৃংখলা বাহিনীর এমন তৎপরতা বলে জানিয়েছে একাধিক সূত্র। এসএমপি উত্তর ডিসি আজবাহার আলী শেখ বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১০ টি টিম সতর্কাবস্থায় রয়েছে নগরীতে । বিক্ষোভ ও সভার নামে কোন অরাজকতার চেষ্টা চালানো হলে, প্রতিহত করবে পুলিশ।


অপরদিকে, ঢাকার পরিস্থিতিতে আতংক ছড়িয়ে পড়ায় যাত্রী সংকটের কারনে অলস সময় পার করছে বিভিন্ন বাস কাউন্টার। নগরীর প্রবেশমুখ হুমায়ুন রশীদ চত্বরে পাশাপাশি ইউনিক, হানিফ, এনা, শ্যামলী, গ্রিনলাইন, লন্ডন এক্সপ্রেসসহ রয়েছে বিভিন্ন বাসের কাউন্টার। আজ সকাল থেকে সবগুলো কাউন্টার প্রায় ফাঁকা দেখা যায়, ছিল না যাত্রীদের তেমন আনাগোনা। তবে সিলেট বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে পথে পথে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। ঢাকায় গমনেচ্ছু যাত্রীরাও পথে বাধার মুখে পড়ছেন। বাস কাউন্টার থেকেই যাত্রীদের ঢাকায় যেতে নিরুৎসাহিত করা হচ্ছে অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রীরা টিকিট কেনার জন্য কাউন্টারে গেলে বাস কাউন্টারগুলো থেকে তাদের ঢাকায় যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া পথে পথে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘বাধা-বিপত্তি দিয়ে কোনো কাজ হবে না। আমরা কেউ সংঘবদ্ধভাবে ঢাকায় যাচ্ছি না। সবাই ব্যক্তিগতভাবে যাচ্ছেন। ধারণা করছি ব্যক্তিগতভাবেই কয়েক হাজার নেতাকর্মী ১০ ডিসেম্বরের আগেই ঢাকায় পৌঁছাবেন।’ এদিকে,
বাসের সংখ্যা কমলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট থেকে বাস চালাচল স্বাভাবিক ছিলো। বাস বন্ধ করার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।


যাত্রী অর্ধেক কমে গেছে জানিয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিনই বিভিন্ন কোম্পানির ২০ থেকে ২২টি বাস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাসের সংখ্যা আরও বাড়াতে হতো। কিন্তু আজ ও কাল কোনো কোম্পানিরই ১০টি বাস ছেড়ে যায়নি। যাত্রী না থাকায় সম্ভব হচ্ছে না বাস ছাড়া।’

ঢাকামুখী যাত্রী কমেছে, পথে হয়রানির অভিযোগ রয়েছে তবে বাস চলাচলে এখন পর্যন্ত কোনো বাধা আসেনি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এখানে কোনো ঝামেলা নেই। কেউ বাধাও দিচ্ছেন না। সব স্বাভাবিকই আছে। তবে শুনেছি ভৈরব পেরোনোর পর বাস থামিয়ে পুলিশ যাত্রীদের তল্লাশি করছে।’


নাম প্রকাশ না করার শর্তে একটি বাসের সুপারভাইজার বলেন, ‘ভৈরবের পর একাধিক স্থানে বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যৌক্তিক কারণ দেখাতে না পারলে বা কাউকে সন্দেহ হলে তাকে আর যেতে দেওয়া হচ্ছে না ঢাকা।’ তবে কাউন্টার থেকে যাত্রীদের ঢাকায় যেতে নিরুৎসাহিত করার অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ। তিনি বলেন, ‘কোনো যাত্রীকে নিরুৎসাহিত করা হচ্ছে না। বরং যাত্রী পাচ্ছি না আমরাই।’ বাস বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাত্রীদের হয়রানি বা জিজ্ঞাসাবাদ করছে না কেউ। তবে পথে গাড়ির কাগজপত্র পুলিশ চেক করছে বলে শুনেছি।’ এছাড়া সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা সালেহ আহমদ খসরু বলেন, পথে পথে বাধা ডিংগিয়ে ঢাকায় পৌছেছেন তিনি। জন¯্রােত ঢেকাতে নজিরবিহীন ভয় আতংক ছড়িয়ে দেয়া হয়েছে, স্বাভাবিক পথ চলাচল থমকে দেয়া হয়েছে, তারর্পও নেতাকমীরা যার যার অবস্থান থেকে আসার চেষ্টা করছেন, তিনি বলেন সমাবেশ হবে ইনশা আল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ