Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১. অ্যান অ্যাকশন হিরো
২. কালা
৩. ফ্রেডি
৪. ইন্ডিয়া লকডাউন
৫. কোড়া কাগজ

অ্যান অ্যাকশন হিরো
‘তানু ওয়েডস মানু রিটার্নস’ (২০১৫) এবং ‘হ্যাপি ভাগ যায়েগি’র (২০১৬) সহকারী পরিচালক অনিরুধ আইয়ার পরিচালিত অ্যাকশন কমেডি ফিল্ম। মানব (আয়ুষ্মান খুরানা) একজন জনপ্রিয় বলিউড অভিনেতা; অ্যাকশন ফিল্মের জন্যই তার খ্যাতি। আসন্ন ফিল্মের শুটিংয়ের জন্য সে হরিয়ানার মান্ডোথিতে যায়। সেখানকার রাজনীতিক ভিকি সোলাঙ্কি (সুমিত সিং) সেটে আসে মানবের সঙ্গে দেখা করতে। শুটিংয়ের ফাঁকে মানবের ম্যানেজার রোশান (হর্ষ ছাইয়া) জানায় তার অর্ডার করা মাস্ট্যাঙ গাড়িটি পৌঁছেছে। উত্তেজনায় সে ভিকির কথা ভুলে যায় এবং নতুন গাড়ি করে বেরিয়ে পড়ে। ভিকি অপমান সইতে না পেরে তার এসইউভিতে তাকে তাড়া করে। নির্জন এক জায়গায় তারা মুখোমুখি হয় এবং মানব ভিকিকে ধাক্কা দিলে পাথরে মাথা লেগে পরের জন্য মারা যায়। মানব স্থান ত্যাগ করে পুলিশ এসে গাড়ি দেখে ভিকির লাশ শনাক্ত করে। মানব মুম্বাই ফিরে এসে লন্ডনে যাবার বিমানের টিকিট কেনে। অন্যদিকে ভিকির বড় ভাই ভুরা সোলাঙ্কি (জয়দীপ আহলাওয়াত) প্রতিশোধ নেবার জন্য মানবের পিছু নেং এবং যুক্তরাজ্যে পৌঁছে। তার উদ্দেশ্য মানবকে হত্যা করা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ