Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১. ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার
২. ভায়োলেন্ট নাইট
৩. স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড
৪. দ্য মেনু
৫. ডিভোশন

ভায়োলেন্ট নাইট
টমি ভিরকোলা পরিচালিত অ্যাকশন কমেডি। ‘কিল বুলিও’ (২০০৭), ‘ডেড স্নো’ (২০০৯), ‘কার্ট ইয়োসেফ অ্যান্ড দ্য লেজেন্ড অফ ফিয়র্ড উইচ’ (২০১০), ‘হ্যানসেল অ্যান্ড গ্রেটেল: উইচ হান্টার’ (২০১৩), ‘হোয়াট হ্যাপেন টু মানডে’ (২০১৭), ‘দ্য ট্রিপ’ (২০২১) ভিরকোলা পরিচালিত ফিল্ম।
জিমি স্ক্রুজ মার্টিনেজের (জন লেগুইজামো) নেতৃত্বে একদল ভাড়াটে সেনা ঠিক করে এক ধনবান লাইটস্টোন পরিবারের প্রাসাদে হামলা করবে তারা জানে সেই বাড়ির সিন্দুকে আছে ৩০০ মিলিয়ন ডলার। পরিকল্পনা মত তারা বাড়িতে ঢুকে যায়; হত্যা করে কয়েকজন কর্মীকে। ভল্টেও ঢুকে যায় তারা কিন্তু তারা ভাবেনি বড়দিনের মৌসুমে সান্টা ক্লস শিশুদের মনে দুঃখ দেবে না। বাড়ির ছোট মেয়ে ট্রুডিকে (লিয়া ব্র্যাডি) তার বাবা জেসন (অ্যালেক্স হ্যাসেল) আগে একটি পুরনো ওয়াকি টকি দিয়ে বলেছিল এটি দিয়ে সান্টার সঙ্গে কথা বলা সম্ভব। লাইটহাউস প্রাসাদে এমন বিপদে ট্রুডি সান্টাকে ডেকে বসে আর তার কথায় সাড়া দিয়ে রেইনডিয়ার টানা গাড়িতে করে চিমনি গলে এসে পড়ে সান্টা (ডেভিড হার্পার); যদিও সে মদ্যপানের নেশায় তার কাজটি ভুলতে বসেছিল। এসেই সে যুদ্ধে নামে দুর্ধর্ষ ভাড়াটে সেনাদের সঙ্গে। বোঝাই যায় কতটা মজার হবে তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ