Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাট-পাঁচবিবিতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন সফলতা তুলে ধরতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৭:২৯ পিএম

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় জয়পুরহাট-পাঁচবিবিতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন সফলতা ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সার্বিক উন্নয়ন তুলে ধরতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম এর সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট ০১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

এ সময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সতাপতি রাজা চৌধুরী, জাহিদুল ইসলাম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ত্রাণ ও সমাজ কলাণ সম্পাদক মাহমুদ হাসান হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধাণ অতিথির বক্তব্যে সাংসদ সামছুল আলম দুদু বলেন, জয়পুরহাট - পাঁচবিবিতে সকল প্রকার উন্নয়ন মূলক কাজ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি সামাজিক খাতে বাংলাদেশ অনেক এগিয়েছে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই মাথা উঁচু করে সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ