বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় র্যাবের অভিযানে চিংড়িতে ওজন বাড়ানোর জন্য অপদ্রব্য পুশের অভিযোগে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে ৬০ কেজি চিংড়ি ও ৪৫ লিটার জেলী।
আজ বৃহষ্পতিবার র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি মাছ বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ব্যবসায়ী আবু আমির (৪২) ও মোঃ আব্দুল হাকিম (৩৭) কে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা, মোঃ রানা (২৯), মোঃ শামিম সিকদার (৩২), মোঃ শান্ত শেখ (২৭), মোঃ রাসেল সরদার (২৯), সুমন শেখ (২২) ও মোঃ ডালিম শেখ (৩৬) সহ ৬ জনকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডিতরা সবাই রূপসা উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এ সব প্রতিষ্ঠান হতে উদ্ধারকৃত জেলী পুশকৃত ৬০ কেজি চিংড়ি, ৪৫ লিটার জেলী এবং অপদ্রব্য পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ ও ধ্বংস করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।