Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক লাউঞ্জে ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দীর্ঘদিন পর লাইভ সঙ্গীতানুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে শ্রোতাপ্রিয় ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা। দর্শকদের বিশেষ অনুরোধে এটিএন বাংলার লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’ এ অংশ নেবে এই ব্যান্ডদল। আজ রাত ১০.৫০ মিনিটে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফেরদৌস বাপ্পাী। ব্যান্ডের শ্রোতাপ্রিয় গান পরিবেশনের ফাঁকে ফাঁকে সঞ্চালকের সাথে আলাপচারিতায় অংশ নেবেন ব্যান্ডের সদস্যরা। আলোচনায় উঠে আসবে ব্যান্ডের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর স্বৃষ্টির নেপথ্যের কথা। উল্লেখ্য, ব্যান্ড তরাকা মাকসুদুল হক ৯০ দশকে ব্যান্ডদল ফিডব্যাক ছেড়ে গড়ে নতুন ব্যান্ডদল মাকসুদ ও ঢাকা গড়ে তোলেন। ১৯৯৭ প্রকাশিত হয়েছিল তার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ’। ১৯৯৯ সালে বাজারে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ওগো ভালোবাসা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ