Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হচ্ছে ‘দ্য ফিফথ এলিমেন্ট’

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মিলা জোভোভিচ আরেকবার আসছেন দর্শকপ্রিয় সাই-ফাই ‘দ্য ফিফ্থ এলিমেন্ট’ সিকুয়েলে লিলু’র ভূমিকায়। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ল্যুক বেসোঁ পরিচালিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ফিল্মটি এখনই নির্মাণ পর্যায়ে রয়েছে। ২০২২ সালে বেশ কিছু ফিল্মের রিবুটের (পুনর্নির্মাণ) বা সিকুয়েল ঘোষণার মধ্যে অন্যতম এই ‘দ্য ফিফ্থ এলিমেন্ট টু’ ফিল্মটি। মূল ফিল্মে জোভোভিচ এবং ব্রুস উইলিস রূপায়িত মেজর করবেন ডালাস ছিল প্রধান খল চরিত্র জ্যঁ ব্যাপ্টিস্ট ইমানুয়েল যর্গ (গ্যারি ওল্ডম্যান) এবং আন্তঃনাক্ষত্রিক অশুভ শক্তির বিরুদ্ধে পৃথিবীকে রক্ষার দুই নায়ক। ওল্ডম্যান ও উইলিস অবসরের ঘোষণা দিয়েছেন ইতোমধ্যে এবং প্রিস্ট ভিটো কর্নেলিয়াস অভিনেতা ইয়ান হোম মারা গেছেন। সুতরাং এই চরিত্রগুলো থাকবে কীনা বা থাকলেও কারা অভিনয় করবেন এখনও অনিশ্চিত। বেসোঁকে স্টুডিও পরিচালনায় ফেরার অনুরোধ করবে বলে জানা গেছে। জোভোভিচ এখনও অভিনয় করে যাচ্ছেন, সুতরাং তার ফেরার সম্ভাবনা রয়েছে। ক্রিস টাকারও রুবি রড চরিত্রে ফিরতে পারেন। ফিল্মটির নির্মাণ পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে, তাই ঠিক কী হবে এখনও বলা যায় না। সুতরাং আগ্রহ নিয়েই অপেক্ষায় থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ