Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোর করে গাছ কেটে নিল সাবেক ইউপি চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাকার ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী মোঃ আওলাদ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক ৩৬টি গাছ কেটে নেওয়ার অভিযোগে শ্রীনগর থানায় মামলা হয়েছে। রোববার রাতে ওই ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের আঃ সাত্তার বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন। আঃ সাত্তার জানান, ৫ বছর আগে তার পরিবার ২৪ শতক পুকুর ভরাট করে তার থেকে ১২ শতক জমি মাদ্রাসায় দান করেন। ওই জমির ৬ শতকের মালিক হয়ে তিনি ৫০টি ইউক্লিপটাস গাছ লাগান। এতদিন তিনি গাছ গুলোর পরিচর্যা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে সাবেক ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বারেক সরদার, মিনাল, খাইরুল ও সুরুজ মোড়ল মিলে গাছগুলো কেটে নিয়ে যায় এবং জায়গাটি আওলাদ হোসেনের বলে দাবি করে। গত রোববার সরেজমিন গেলে আঃ সাত্তার কেটে ফেলা বাড়ন্ত গাছগুলো দেখিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত আসলাম নামে এক জন জানান, ওই জমির মালিক আঃ সাত্তার। কিন্তু আওলাদ হোসেন তার ক্ষমতার প্রভাব খাটিয়ে হঠাৎ করেই গাছ গুলো কেটে ফেলেন। আওলাদ হোসেনের বিরুদ্ধে এলাকায় ভূমি দস্যুতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আওলাদ হোসেন জানান, গাছ কাটার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাছাড়া এর সাথে তার ব্যক্তি সার্থ জড়িত নয়। মাদ্রাসার স্বার্থে গাছগুলো কাটা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ