Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, থানায় মামলা

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলায় শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় স্বামী পরিত্যক্ত এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল সোমবার সকালে সোনারগাঁ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকার লামিয়া (ছন্দনাম) (২৩) গত ৩ বছর পূর্বে তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে বসবাস করছিল। স্বামী না থাকার সুযোগে একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জয়েস মিয়া (২৫) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। রোববার রাতে জয়েস মিয়া তার মার সাথে লামিয়াকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলবে বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে জয়েস একটি ঘরে নিয়ে লামিয়াকে দৈনিক মিলনের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় জয়েস লামিয়ার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক জায়েস মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ওই ধর্ষিতা বাদি থানায় একটি মামলা দায়ের করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ