Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত পঞ্চম ‘ইন্ডিয়ানা জোন্স’-এর ট্রেলার

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ফেডোরা হ্যাট মাথায় চাবুক হাতে পুরাতত্ত্ববিদ অ্যাডভেঞ্চারার ইন্ডিয়ানা জোন্স পঞ্চমবারের মত বড় পর্দায় ফিরছে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি’ ফিল্ম নিয়ে। মাত্র কয়েকদিন আগে ফিল্মটির একটি ছোট অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। মূল অভিনেতা হ্যারিসন ফোর্ডের (৮০) বয়স যেভাবে (ডিজিটালি) কমানো হয়েছে তাতে গুজবের ইতি ঘটেছে, আর এবারও অভিযানে বের হচ্ছে স্বয়ং ইন্ডি, তার ছেলে বা অন্য কেউ নয়। ট্রেলারের শুরু চিরাচরিত মরণপণ ইন্ডি অ্যাকশনের মধ্য দিয়ে টুকটুক (থ্রি হুইলার), চলন্ত মোটর বাইক, উড়োজাহাজ এবং ট্রেনে উত্তেজনাপূর্ণ স্টান্ট দিয়ে। ইন্ডি এক পর্যায়ে যেমন বলেছে, সেসব দিন এসেছিল, আর গত হয়েছে তার কোনও লক্ষণ তার কাজে দেখা যায়নি। ইন্ডির আরেক জায়গায় দুই ভিলেন (ম্যাডস মিকেলসেন এবং অ্যান্টনিও ব্যান্ডেরাস) এবং ইন্ডির ধর্মকন্যা হেলেনাকে (ফিবি ওয়ালার-ব্রিজ) বলছিল, আমি অলৌকিকত্বে বিশ্বাস করি না, তবে জীবনে এমন অনেক কিছু দেখেছি যার ব্যাখ্যা করতে পারিনি। ‘ইন্ডিয়ানা জোন্স ৫’-এর পটভূমি ১৯৬০ দশকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার প্রতিযোগিতা। আগের ফিল্মগুলোর সঙ্গে এর অমিল- জর্জ লুকাস এর কাহিনী লিখেননি এবং স্টিভেন স্পিলবার্গও এটি পরিচালনা করেননি; দুটি কাজই করেছেন ‘লোগান’, ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ এবং থ্রি: টেন টু ইউমা’র জন্য খ্যাত জেমস ম্যানগোল্ড। আর প্রথমোল্লিখিত দুজন নির্বাহী প্রযোজনা করেছেন। জন রিস-ডেভিস ইন্ডির মিশরি বন্ধু সালার ভূমিকায় ফিরেছেন। ৯০ বছর বয়সী জন উইলিয়ামসও এই শেষবার সিরিজটির জন্য সঙ্গীত পরিচালনা করছেন; তিনি এই বছর এক সাক্ষাতকারে বলেছিলেন, আমি ভাবলাম, যদি হ্যারিসন করতে পারে হয়তো আমিও পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ