Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হয়ে গেল হনসিকা মোতওয়ানির বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

বলিউডের চারিদিকে শুধু বিয়ের সানাই। গত বছর ডিসেম্বরেই বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন বলিউডের পাওয়ারফুল জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। চলতি বছরেই বিয়ে করেছেন রনবীর-আলিয়া থেকে শুরু করে পালক-মিঠুন-সহ একাধিক তারকা জুটি। এছাড়াও আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে পারেন আথিয়া-কে এল রাহুল, শ্রুতি হাসান, সোনাক্ষি সিনহা সহ একাধিক অভিনেত্রী। যাই হোক, এ ডিসেম্বরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। দিন কয়েক ধরেই তিনি সংবাদের চর্চায় রয়েছেন, আইফেল টাওয়ারের সামনে প্রেমিকের বিয়ের প্রস্তাব গ্রহণ করা, নিজের বিয়েতে মাতা কি চৌকির আয়োজন সবটাই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার প্রকাশ্যে এল হনসিকার মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ছবি। দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে ৪ ডিসেম্বর যোধপুরে তাঁদের রাজকীয় বিয়ের আসর হয়েছে। ইতোমধ্যেই তাঁর মেহেন্দি অনুষ্ঠান থেকে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দু হাতে মেহেন্দি পরেছেন হনসিকা, পরনে টুকটুকে লাল এবং হলুদের মধ্যে কুর্তি এবং প্যান্ট। একেবারে বিয়ের আনন্দে মজে নববধূ। এমনকী হবু স্বামী সোহেলের সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে চুটিয়ে নাচ করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই মুহূর্তে জয়পুর আছেন অভিনেত্রী, শুধুমাত্র কাছের বন্ধুরাই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। ছিলেন সোহেল এবং তাঁর পরিবারও। তাঁদের বিবাহের থিম হবে ক্যাসিনো থিম। হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া ব্যবসায়িক অংশীদার। তবে সোহেলের আগেও একবার বিয়ে হয়েছে। হানসিকার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যতম অংশীদার সোহেল। হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হনসিকা। পরবর্তীকালে একাধিক দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন হনসিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ