Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করতোয়ায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের আড়াই ঘণ্টা পর ওসমান গণি (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত ওসমান গনি একই এলাকার মৃত সাপাত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ওসমান সকালে জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। দুপুরে খাবার নিয়ে ওসমানের স্ত্রী নদীতে গেলে ওসমান আলীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এবং স্থানীয়দের জানায়।
এসময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জাল দেখতে পেলেও ওসমানকে দেখতে না পেয়ে নদীতে নেমে তাকে খুজতে শুরু করে। পরে তারা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিখোঁজের আড়াই ঘণ্টার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়ের যৌথ প্রচেষ্টায় ওই জেলেকে উদ্ধার করে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীতে ডুবে ওসমান নামে এক জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ