Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঙ্গলকোটে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

নাঙ্গলকোটে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। গত সোমবার বিকালে নাঙ্গলকোট কলেজগেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. শওকত ইসলাম, সমাজ সেবক সাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব হারুন অর রশিদ বাদশা, জহিরুল ইসলাম রিপন, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, আবু ইউছুফ, মো. মোস্তাফা, আবদুস ছাত্তার প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার হরিপুর গ্রামের মরহুম একেএম শাহজাহান মাস্টারের ছেলে একেএম আশরাফুল আলম উজ্জল কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে একই গ্রামের হরিপুর হেডমাস্টার বাড়ির মরহুম নজরুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম ও মো. শওকত ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম মানিকের ছেলে শাহাদাত হোসেন শাজুসহ ৫ জনের বিরুদ্ধে ১২ অক্টোবর সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতির অভিযোগ এনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হয়রানী করার লক্ষে এ মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা মামলাটি প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।



 

Show all comments
  • এ.কে.এম. আশরাফুল আলম ১০ ডিসেম্বর, ২০২২, ৯:১৫ এএম says : 0
    প্রিয় নাঙ্গলকোটবাসী, আস-সালামু আলাইকুম আদালতে ১৪৫ ধারার মামলা (মামলা নং ৮৮৪/২০ ও ৫০০/২২) চলাকালীন সময় গত ২৯শে আগষ্ট ২০২২ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় নাজমুল ও শাজুর নেতৃত্বে বাইয়ারা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী/দালাল সেলিমসহ ৪০-৫০ জনের সন্ত্রাসী দল নিয়ে দেশীয় অস্ত্রসহ আমার মানিকানাধীন দোকান ঘরে হামলা করে। ঘটনার সময়/দিন আমি ঢাকায় ছিলাম তাই আমার পক্ষে, আমার বোনের ছেলে প্রান্থ মজুমদার- অত্র এলাকার সন্মানি ব্যক্তি ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব আনিছুল হক কাকাকে নিয়ে বাঁধা দিলে নাজমুল ও শাজুসহ সন্ত্রাসীরা আমার ভাগিনাকে আহত করে এবং নাজমুল ও শাজু প্রকাশে আমিসহ আমার পরিবারের লোক জনের প্রাণ নাশের হুমকিসহ এলাকায় থাকতে দিবে না, কোন প্রতিষ্ঠান করতে দিবে না বলে হুমকি দেয়। বিকালের ঘটনার পর একই দিন দিবাগত রাতে আমার নির্মানাধীন ভবনের সামনের রাস্তার পাশে বক্স কালভার্টের উপর হতে প্রায় ৬ টন রড দু’টি ভ্যান গাড়ি যোগে ৫ জন চোর- চুরি করে নিয়ে যায়… যাহা পরের দিন আমিসহ সবাই সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই। আমার বিশ্বাস বিকালের ঘটনা ও রাতের ঘটনা একই সুতায় গাঁথা… কারণ দু’টি ঘটনা ঘটেছে মাত্র ০৯-১০ ঘন্টার ব্যবধানে, আশাকরি ডিবি পুলিশ কর্মকতার সঠিক তদন্তের মাধ্যমে চোরদের-কে চিহ্নিত করে আদালতের মাধ্যমে সর্বাচ্চ কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এ.কে.এম. আশরাফুল আলম উজ্জ্বল নাঙ্গলকোট, কুমিল্লা।
    Total Reply(0) Reply
  • এ.কে.এম. আশরাফুল আলম ১০ ডিসেম্বর, ২০২২, ৯:১৫ এএম says : 0
    প্রিয় নাঙ্গলকোটবাসী, আস-সালামু আলাইকুম আদালতে ১৪৫ ধারার মামলা (মামলা নং ৮৮৪/২০ ও ৫০০/২২) চলাকালীন সময় গত ২৯শে আগষ্ট ২০২২ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় নাজমুল ও শাজুর নেতৃত্বে বাইয়ারা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী/দালাল সেলিমসহ ৪০-৫০ জনের সন্ত্রাসী দল নিয়ে দেশীয় অস্ত্রসহ আমার মানিকানাধীন দোকান ঘরে হামলা করে। ঘটনার সময়/দিন আমি ঢাকায় ছিলাম তাই আমার পক্ষে, আমার বোনের ছেলে প্রান্থ মজুমদার- অত্র এলাকার সন্মানি ব্যক্তি ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব আনিছুল হক কাকাকে নিয়ে বাঁধা দিলে নাজমুল ও শাজুসহ সন্ত্রাসীরা আমার ভাগিনাকে আহত করে এবং নাজমুল ও শাজু প্রকাশে আমিসহ আমার পরিবারের লোক জনের প্রাণ নাশের হুমকিসহ এলাকায় থাকতে দিবে না, কোন প্রতিষ্ঠান করতে দিবে না বলে হুমকি দেয়। বিকালের ঘটনার পর একই দিন দিবাগত রাতে আমার নির্মানাধীন ভবনের সামনের রাস্তার পাশে বক্স কালভার্টের উপর হতে প্রায় ৬ টন রড দু’টি ভ্যান গাড়ি যোগে ৫ জন চোর- চুরি করে নিয়ে যায়… যাহা পরের দিন আমিসহ সবাই সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই। আমার বিশ্বাস বিকালের ঘটনা ও রাতের ঘটনা একই সুতায় গাঁথা… কারণ দু’টি ঘটনা ঘটেছে মাত্র ০৯-১০ ঘন্টার ব্যবধানে, আশাকরি ডিবি পুলিশ কর্মকতার সঠিক তদন্তের মাধ্যমে চোরদের-কে চিহ্নিত করে আদালতের মাধ্যমে সর্বাচ্চ কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এ.কে.এম. আশরাফুল আলম উজ্জ্বল নাঙ্গলকোট, কুমিল্লা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ