রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলারোয়া হাসপাতালে নার্সের অবহেলায় শাহিদা খাতুন (৪৮) নামে এক রোগী মৃত্যু হয়েছে। এসময় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে নার্স পুতুল রাণী পালিয়ে গেছে। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগীনির অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শাহিদা খাতুন গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গত সোমবার সন্ধ্যার পরে রোগীনির অবস্থা অবনতি ঘটে। এসময় রোগীনির লোকেরা কর্তব্যরত নার্স পুতুল রাণীকে ডাকতে যায়। তিন বার ডাকার পরেও নার্স রোগীর কাছে যায়নি। অবশেষে গত সোমবার রাত সাড়ে ৯ টায় শাহিদা খাতুন মৃত্যু বরণ করেন। এসময় উত্তেজিত জনতা চড়াও হলে নার্স পুতুল রাণী পালায়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে হাসপাতাল সুত্র জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।