Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার ওই গার্মেন্টকর্মী বাদী হয়ে উপজেলার পানিহাদি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আল আমিন (৪০), তার স্ত্রী মোছা. নাজমা খাতুন (৩৬), শন্তিগঞ্জ গ্রামের হাসান খানের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০) ও তার স্ত্রী নাসিমা খাতুনের (৪০) নাম উল্লেখসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় কাজ শেষে কারখানা থেকে বের হন এক্সপেরিয়েন্স কারখানার শ্রমিক উপজেলার শান্তিগঞ্জ গ্রামের কুয়েত প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী ওই পোশাক কর্মী। ওই সময় তার স্বামীর ভগ্নিপতি মো. আল আমিনসহ অন্য এক অপহরণকারী ওই নারীকে অস্ত্রের মুখে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে উপজেলার পানিহাদি এলাকার নির্জন স্থানের একটি ঘরে নিয়ে ধর্ষকদের হাতে তুলে দেন এবং স্ত্রীসহ নিজে ঘটনাস্থলের অদূরে অবস্থান নেন। অতপর অজ্ঞাত এক ব্যক্তি তাকে ধর্ষণের পর দ্বিতীয় ব্যক্তি উদ্যোগ নিলে কৌশলে রক্ষা পান ওই নারী। ঘর থেকে বের হয়ে দেখতে পান উল্লিখিত আসামিরা ওই স্থানে দাঁড়িয়ে আছে। এই ঘটনায় তিনি গত সোমবার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার এসআই ফেরদৌস বলেন, আদালতে জবানবন্দী প্রদানসহ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ