Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ছাদিক আহমদ, সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আজাদুর রহমান আজাদ, স.ই সরকার জবলু, ফেরদৌস আহমদ দুলাল, পান্না দত্ত, মু. ইমাদ-উদ দীন, হুসাইন আহমদ ও এ.এস কাঁকন প্রমুখ। বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে হত্যা, ধর্ষণ ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। সেনাবাহিনী ও উগ্র-সন্ত্রাসীরা যুগ যুগ ধরে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে এর মাত্রা সকল সীমা ছাড়িয়ে গেছে। নারীদের ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হচ্ছে। সম্প্রতি শিশুদেরকে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। এসব কিছুর পরও জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের নীরবতা বিশ্ববাসীকে হতাশ করেছে। সাংবাদিক নেতৃবৃন্ধ রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ