Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গ ও প্রতিবেদকের বক্তব্য

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাবে গত ১২ ডিসেম্বর ‘জাল সনদে শিক্ষকতার চাকরি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোজাফ্ফর আহমদ। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ২৩ বছর যাবত উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত। কর্মের স্বীকৃতিস্বরূপ ৩বার মাদরাসা থেকে পুরস্কার পেয়েছি। আমার এহেন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী মহল সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য
উপযুক্ত প্রমাণসাপেক্ষে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জাল সনদ জটিলতা সংক্রান্ত ২০০৮ সালে গভর্নিং বডির সভায় মোজাফ্ফর আহমদের টাইম স্কেলসহ বেতন-ভাতা বন্ধ রাখা হয়। পরে ২০০৯ সালের ১০ নভেম্বর গভর্নিং বডির সভায় তাকে অভিযোগ থেকে মানবিক কারণে অব্যাহতি দেয়া হয়। এছাড়া ভবিষ্যতে এধরনের কাজ না করার জন্য সতর্ক নোটিশও প্রদান করা হয়। যা উক্ত তারিখের রেজুলশনে উল্লেখ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ