রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে এক কলেজ শিক্ষকের জমিতে প্রতিবেশীরা জোরপূর্বক ঘর নির্মাণের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে নাটোর থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক কলেজ শিক্ষক হারিস উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদরের দক্ষিণপুর গ্রামের আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল গফুরের ১৯৬৫ সালে কেনা চার শতক জমি তার প্রতিবেশী মৃত নুরুল ইসলামের ছেলে রজব আলী, ফজর আলী, রবিউল ও বাক্কার কোন কাগজপত্র ছাড়াই জোর করে দীর্ঘ দিন থেকে দখল করে রেখেছে। দু’দিন আগে তারা সেই জমিতে ঘর নির্মাণ শুরু করলে আব্দুল জব্বারের ছেলে কলেজ শিক্ষক হারিস উদ্দিন বিষয়টি লিখিতভাবে নাটোর থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ঘর তৈরী বন্ধ করে দেয়। কলেজ শিক্ষক হারিস উদ্দিন ও প্রতিবেশীরা জানান, ১৯৬০ সালের ৭ জুলাই রামপুর গ্রামের মোহাম্মদ আলী দক্ষিণপুর মৌজার সাবেক দাগ নং ৮০ ও বর্তমান দাগ নং ৯৬ এর ৩৩ শতক জমি কিনেন। পরে তিনি বিভিন্ন জনের কাছে ৩৮শতক জমি বিক্রি করেন। এর মধ্যে দক্ষিণপুর গ্রামের আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল গফুর ১৯৬৫ সালে জমির দক্ষিণ ভাগের চার শতক জমি কিনেন। তার ১০বছর পর ১৯৭৫ সালে প্রতিবেশী মৃত নুরুল ইসলাম একই জমির পশ্চিম অংশের ১১ শতক জমি কিনেন। জমি মেপে কম হওয়ায় তারা জোরপূর্বক ১০ বছর আগের ক্রেতা আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল গফুরের চার শতক জমি দখল করে নেয়। এ বিষয়ে একাধিক বার সালিশ বৈঠক হলেও মৃত নুরুল ইসলামের দখলকারী ছেলেরা কোন কাগজপত্র দেখাতে পারেনি জমির দখলও ছাড়েনি। রেকর্ডসহ সকল কাগজপত্র ঠিক থাকার পরও কলেজ শিক্ষক হারিস উদ্দিনের বাবার এই জমিতে প্রতিবেশীরা জোর করে ঘর তোলার সময় বাঁধা দেয়ায় এখন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে প্রতিবেশী মৃত নুরুল ইসলামের ছেলে অভিযুক্ত ফজর আলী হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।