রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের কৃষক আবদুল লতিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও গ্রামবাসী। গত রোববার হোমনার মাথাভাঙ্গা বাজারে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। নিহত কৃষক লতিফের স্ত্রী মিনু বেগম জানান, ছয়ফুল্লাহকান্দি গ্রামের উজ্জ্বল, রফিক, শফিক ও তাদের লোকদের সাথে তার স্বামীর পূর্ব শত্রুতা ছিলো। তারা আমার স্বামীকে বিভিন্ন সময় হত্যার হুমকি-ধমকি দিতো। গত ২৮ নভেম্বর সন্ধ্যায় আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি খালি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরদিন ২৯ নভেম্বর সন্ধ্যায় হোমনা থানায় মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। নিহতের ছেলে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন করে মামলা উঠিয়ে নেয়ার জন্য কে বা কারা হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।