Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লাবিবের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দশ বছরের দুরন্ত শিশু লাবিব। যে বয়সে খেলাধুলা ও পড়াশুনায় ব্যস্ত থাকার কথা। সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। বর্তমানে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালের নিউরো সার্জন অধ্যাপক ডা. রাজিউল হকের চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, লাবিব জটিল ‘স্পাইনাল কর্ড সিরিঞ্জ ইউথ টিউমার’ রোগে আক্রান্ত। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি, এতে প্রায় ৫০/৬০ লাখ টাকার প্রয়োজন। রাজধানীর মনিপুর স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীর দিবা শাখার মেধাবী ছাত্র আবু সাদাত মো. লাবিব (১০)। সে দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমানের ছেলে। লাবিবের বাবা জানান, ‘জীবনে যেটুকু সম্পদ অর্জন করেছি, সবটুকু বিক্রি করে দিয়েছি শুধু ছেলের চিকিৎসার জন্য। তারপর নিকট স্বজন ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছি।’ বাবার পক্ষে আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ছেলের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন। চোট্ট এই ফুটফুটে শিশুটির জীবন বাঁচাতে সকল হৃদয়বান ব্যক্তিরা দয়ার হাত বাড়িয়ে দিবেন অসহায় বাবার এটাই আর্তি।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. মাহাবুবুর রহমান
চলতি হিসাব নং : ১০৮ ১০০ ৬৪২
ঢাকা ব্যাংক লি.
শেওড়াপাড়া শাখা, মিরপুর, ঢাকা।
মোবাইল : ০১৯২৪৬৫২৪৭৭



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ