বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙ্গামাটি কাপ্তাইয়ে পর্যটকদের জন্য নির্মিত করা হয়েছে নিসর্গ পড হাউস। প্রাকৃতি সৌন্দর্য অপরূপ দৃষ্টি নন্দন ভাবে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এ পড হাউজটি নির্মাণ করা হয়েছে। শিলছড়িস্থ হাজির টেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে নিসর্গ ভ্যালী রেস্টুরেন্টের নিচেই তৈরি করা হয় এ নান্দিক পড হাউজ। তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র কাপ্তাইয়ে পর্যটকদের থাকার জন্য এ পড হাউজটি নির্মাণ করা হয়। একমাত্র থাইল্যান্ড ই রয়েছে এ পড হাউজ। এটি একবার দেখলেই আর চোখ ফেরানো যায় না। পড হাউজটি কাঠ,বাঁশ,ছনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করা হয়।৯ কক্ষ বিশিষ্ট এ পড হাউজটি । পড হাউজের ভিতরে রয়েছে সুন্দর কারুকার্য। নরম বিছানা,বালিশ,ফ্যান, টয়লেটসহ রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। এবং রাখা হয়েছে নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা। নিসর্গ পড হাউজ পরিচালক মো.নাছির উদ্দিন জানান,তিন পার্বত্য জেলায় এ ধরনের কোন পড হাউজ নেই।এটি থাইল্যান্ডের ক্যাটালগের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের রাতযাপনের জন্য এটি তৈরি করা হয়।এখানে যারা প্যাকেজ নিয়ে আসবে তাদের জন্য রয়েছে কায়াকসহ সকাল,দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা।রয়েছে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা। ৩১ ডিসেম্বর পযন্ত ১০% ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।