Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে সাতটি ককটেল ও ৯টি পেট্রোল বোমা জব্দ

বিএনপি বলছে পুরানো নাটক নুতন করে মঞ্চস্থ করছে পুলিশ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম

ঝিনাইদহের মহেশপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলা থেকে সাতটি ককটেল ও ৯টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ। এদিকে কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৪ ডিসেম্বর) রাতে পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বসে কয়েকজন আলোচনা করছিলাম। এ সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, বারোবাজার ককটেল বিস্ফোরণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এদিকে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, রোববার ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় পৌর শহরের মহিলা কলেজপাড়ার একটি ঝোপের মধ্যে ককটেল সদৃশ্য বস্তু পড়ে আছে। পুলিশ গিয়ে বাজারের ব্যাগ থেকে তিনটি ককটেল ও চারটি পেট্রোলবোমা জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হরিণাকুন্ডুর বৈঠাপাড়া এলাকা থেকেও পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ছাত্রদল ও বিএনপি নেতাদের নামে মামলাল বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, ঢাকার সমাবেশ ব্যার্থ করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা হারানোর আতংকে দেশব্যাপী এই বোমা নাটক সাজানো হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন পুর্বের ন্যায় আবারো পুরানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে সর্বত্রই। ঝিনাইদহেও তার ব্যাতিক্রম নয়। তিনি দাবী করেন আওয়ামলীগ ও পুলিশ যৌথ ভাবে এই নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে। কিন্তু তারা জানে না বিএনপি এখন অনেক শক্তিশালী। তিনি পুলিশ বাহিনীকে এই মিথ্যা নাটক বন্ধ করে জনবান্ধব হওয়ার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ