প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার বৈবাহিক জীবনে সংগ্রামের কথা অকপটে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সংসারেই মন দিয়েছিলাম। কিন্তু শত চেষ্টা করেও টেকাতে পারিনি সেই সংসার। তিনি বলেন, আমার জীবনের সবচাচে খারাপ দিনগুলো পার করেছি সে সময়। শ্বশুরবাড়িতে নানাভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবেই পড়াশোনা করতে দিতো না। এমনকি তাদের অত্যাচারে বাধ্য হয়ে সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম সন্তান হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি। সে সময় কাউকে আমার কষ্টগুলো বোঝাতে পারিনি। পরে অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে বাধ্য হয়ে ২০১৪ সালের ১০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করি। এখন মেয়ে এবং ক্যারিয়ার নিয়ে ভালো সময় পার করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।