Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে আমির সিরাজী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা আমির সিরাজী। তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রের পাশাপাশি সুস্থ ধারার যাত্রাপালায়ও অভিনয় করেন। দীর্ঘদিন পর তিনি যাত্রাপালায় অভিনয় করতে যাচ্ছেন। আজ বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাত ৮টায় ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চস্থ হবে। এই নাটকে তিনি সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করবেন। নাটকটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নাটকে আমির সিরাজী ছাড়াও অভিনয় করবেন, যাত্রানায়িকা পূরবী দত্ত, এম এ শফি, অবনী বাবু, রোকেয়া, মার্শাল ওয়াসীম, জালাল ইরানী, জেরিন খান, তাহাজ মিয়া, তুষার বাবু, এস এম রনি , শিল্পী, সবিতা, এনার্জি বাদল প্রমুখ। অভিনেতা আমির সিরাজী ১৯৫১ সালের ১০ নভেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে ঢাকায় আসেন আমির সিরাজী। ‘রাধা কৃষ্ণ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। দীর্ঘ অভিনয় জীবনে তিনি সাতশ’রও বেশি সিমোয় তিনি অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ