প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট-এর মাসিক সাময়িকী ‘সাইট অ্যান্ড সাউন্ড’। এ তালিকায় স্থান পেয়েছে বাংলা ভাষার সিনেমা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। তবে নতুন তালিকায় প্রথমবারের মতো শীর্ষে জায়গা পেয়েছে নারী নির্মাতার সিনেমা। তিনি হলেন বেলজিয়ামের শনতাল আকেরম্যান। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তার সিনেমা ‘জেন ডিয়েলম্যান ২৩ কোয়াই দু কমার্স ১০৮০ ব্রাক্সেলস’ আছে তালিকার এক নম্বরে। তালিকায় এর পরের পাঁচটি স্থানে রয়েছে আলফ্রেড হিচককের ‘ভার্টিগো’, অরসন ওয়েলসের ‘সিটিজেন কেইন’, ইয়াসুজিরো ওজুর ‘টোকিও স্টোরি’, ওং কার-ওয়াইয়ের ‘ইন দ্য মুড ফর লাভ’ এবং স্ট্যানলি কুবরিকের ‘২০০১: আ ¯েপস ওডিসি’। তালিকায় ৩৫ নম্বরে আছে ‘পথের পাঁচালী’। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের ইন্ডিয়া চ্যাপ্টারও একটি তালিকা প্রকাশ করে। সেখানেও সর্বকালের সেরা বাংলা সিনেমা হিসেবে ‘পথের পাঁচালী’ স্থান পায়। উল্লেখ্য,সাইট অ্যান্ড সাউন্ড ১৯৫২ সাল থেকে প্রতি দশকে একবার সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করে। এবারের সেরা সিনেমা নির্বাচনে অংশ নিয়েছেন ১ হাজার ৬৩৯ জন সমালোচক, সংগ্রাহকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রত্যেকে নিজের বিচারে সেরা ১০ সিনেমার পক্ষে ভোট দিয়েছেন। ২০১২ সালে প্রকাশিত সাইট অ্যান্ড সাউন্ডের সর্বশেষ তালিকায় শীর্ষে ছিল ‘ভার্টিগো’। এ ছাড়া ১৯৬২, ১৯৭২, ১৯৮২, ১৯৯২ ও ২০০২ সালে শীর্ষে ছিল ‘সিটিজেন কেইন’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।