প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডেঙ্গুর প্রকোপ এখনও যায়নি। প্রতিদিনই নিত্য-নতুন খবর আসছে। আক্রান্ত হচ্ছেন আমজনতা থেকে সেলিব্রিটিরাও। কিছু দিন আগেই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ডেঙ্গুর কবলে পড়েছিলেন, যদিও তিনি এখন সুস্থ। সম্প্রতি শোনা গেল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছিলেন অভিনেত্রী তিয়াসা। এই অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা। তবে নায়িকার কথায় তিনি এখনও দুর্বল। সেটাই স্বাভাবিক। আগামী সোমবার থেকেই স্টার জলসায় শুরু হচ্ছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ শেষ হয়ে যাওয়ার পর প্রায় অনেকদিনই বিরতিতে ছিলেন তিয়াসা। মাঝে নীল অর্থাৎ কৃষ্ণকলির শহরের বাবু ‘উমা’ ধারাবাহিকে অভিমন্যুর চরিত্রে অভিনয় করলেও সেই ধারাবাহিক এখন শেষ। শ্যামার সঙ্গে নীলের জুটি বহুদিন ধরেই মিস করছিলেন ভক্তরা। এই জুটির প্রত্যাবর্তনের অপেক্ষায় দিনের পর দিন অপেক্ষা করছিলেন অনুগামীরা। কৃষ্ণকলি ধারাবাহিকের জুটি বেশ পছন্দের ছিল সবার। অবশেষে অপেক্ষার অবসান। ‘বাংলা মিডিয়াম’- এর হাত ধরে পর্দায় ফিরছেন নীল-তিয়াসা। তবে এবার জি বাংলা নয়, স্টার জলসায় রাজত্ব জমাতে আসছেন নীল, তিয়াসা। ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম এই দুই মাধ্যমের টানাপড়েনের গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।