প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কথা ছিল নোবেলজয়ী গায়ক-কবি বব ডলালের সদ্য প্রকাশিত বইটিতে তারকার নিজের হাতে দেয়া অটোগ্রাফ থাকবে। কিন্তু প্রকাশকরা চালাকি করে তাতে ছাপানো অটোগ্রাফ দিয়ে বিক্রি করেছে। ডিলান ভক্তদের মধ্যে নির্বাচিতরা তার অটোগ্রাফসহ ‘দ্য ফিলসফি অফ মডার্ন সং’ বইটি ৬০০ ডলার করে কিনেছে। গত ১ নভেম্বর বইটি বাজারে আসে। সীমিত সংস্করণের বইটিতে তারকার স্বাক্ষর খাঁটিত্ব নিয়ে বেশ কিছু ভক্ত সন্দেহ প্রকাশ করে। এই ভুল স্বীকার করে প্রকাশক সায়মন অ্যান্ড শুস্টারের কর্তাদের একজন বলেন, যারা এই সীমিত সংস্করণের বইটি কিনেছেন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। ববের এই বইটিতে তার স্বাক্ষরটি আসলের প্রতিলিপি। যারা অভিযোগ করেছে তাদের আমরা পুরো মূল্য ফেরত দেব। জানা গেছে, অটোপেন নামে একটি প্রিন্টিং যন্ত্র দিয়ে এই স্বাক্ষরের প্রতিলিপি বইগুলোতে যুক্ত করা হয়। যার জন্য স্বাক্ষরকারীকে সরাসরি সেই যন্ত্রটি ধরতে হয় না। অনেক ক্রেতা জানিয়েছে অটোগ্রাফগুলোতে বিশ কিছু অমিলও দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।